কমে গেল 8GB RAM সহ Vivo 5G স্মার্টফোনের দাম! জেনে নিন অফার ডিটেইলস
এপ্রিল মাসে ভিভো তাদের 50MP Selfie ক্যামেরা সহ Vivo V50e 5G স্মার্টফোনটি 28,999 টাকা দামে ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি তাদের আগের Vivo V40e 5G মডেলের দাম কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাট হওয়ার পর ফোনের 8GB RAM মডেলটি 25 হাজার টাকার চেয়েও কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V40e 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।
No comments:
Post a Comment