Saturday, May 3, 2025

50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 60 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম


 ভারতের বাজারে তাদের Edge সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Motorola Edge 60 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি এই রেঞ্জের একমাত্র 50MP + 50MP + 50X এআই ক্যামেরা সিস্টেম সহ স্মার্টফোন, যা 1.5K ট্রু কালার কোয়াড কার্ভ ডিসপ্লে এবং 6,000mAh ব্যাটারি সাপোর্ট করে। কোম্পানির এই ফোনে লেটেস্ট moto AI ফিচার, শক্তিশালী পারফরমেন্স এবং প্রিমিয়াম ডিজাইন রয়েছে।

No comments:

Post a Comment

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

  প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০২:৩৫ পিএম ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে সন্ধ্যা ছয়টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে...